Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিতকে অবসরের পরামর্শ পন্টিংয়ের

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫ ১২:১৭

এখনই অবসর নিচ্ছেন না রোহিত

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে তার অবসরের গুঞ্জনটা উঠেছিল জোরালোভাবেই। ভারত শিরোপা জিতলেও শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দেননি অধিনায়ক রোহিত শর্মা। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলছেন, এই মুহূর্তে অবসর নেওয়াই রোহিতের জন্য ভালো ছিল।

গত কয়েক মাসে রোহিতের ফর্ম নিয়ে ছিল নানা প্রশ্ন। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আগে শোনা যাচ্ছিল, স্কোয়াডেই থাকছেন না রোহিত। শেষ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে রেকর্ড তৃতীয়বার শিরোপা জিতিয়েছেন সেই রোহিতই। দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। শিরোপা জয়ের পর অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে রোহিত জানিয়েছেন, এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না তিনি।

বিজ্ঞাপন

পন্টিং অবশ্য রোহিতের এমন সিদ্ধান্তের সাথে একমত হতে পারছেন না, ‘আপনি ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে আছেন, যখন সবাই আপনার অবসরের অপেক্ষা করছে। আমার সন্দেহ আছে ফাইনালে সে যেভাবে খেলেছে, সামনে আবার সেরকম পারফর্ম করতে পারবে কিনা। সে অবশ্য সব প্রশ্নকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আভাস দিয়েছে, আরও অনেকদিন খেলে যেতে চান।’

অবসর যেহেতু নেননি, রোহিত ২০২৭ বিশ্বকাপে খেলবেন বলেই ধারণা পন্টিং, ‘আমার মনে হয় সে ২০২৭ বিশ্বকাপকে টার্গেট করেই পরিকল্পনা সাজাচ্ছে। সে অধিনায়ক হিসেবে একটি বিশ্বকাপের ফাইনাল হেরেছে। হয়তো সে শেষবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের চেষ্টাটা করে দেখবে।’

সারাবাংলা/এফএম

অবসর ভারত রিকি পন্টিং রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর