Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ৭ বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১২:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১২:২৬

গ্রেফতার মমিনুর ইসলাম।

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে টিভি দেখার কথা বলে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি মমিনুর ইসলাম (৫৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক।

গ্রেফতার মমিনুর ইসলাম উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে রাখা একটি স্কুলভ্যানের ওপর ওই দুই শিশু খেলছিল। এ সময় প্রতিবেশি মমিনুর ইসলাম তার বাড়িতে টেলিভিশন দেখানোর কথা বলে ওই দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই দুইজনকে নিয়ে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই দুই শিশু চিৎকার করলে ওই শিশুর পরিবারের সদস্য মমিনুরের বাড়িতে আসেন। ঘটনা জানাজানি হলে মমিনুর ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুর ইসলামকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

দিনাজপুর ধর্ষণ চেষ্টার অভিযোগ