যে কারণে হুমকির মুখে বুমরাহর ক্যারিয়ার
১২ মার্চ ২০২৫ ১২:৪৯
পিঠের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিও খেলা হয়নি ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর। সাবেক নিউজিল্যান্ড পেসার ও বুমরাহর আইপিএল দলের সাবেক বোলিং কোচ শেন বন্ড বলছেন, একই জায়গায় আরেকবার চোট পেলে শেষ হয়ে যেতে পারে বুমরাহর ক্যারিয়ারও!
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে পিঠের চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি বুমরাহ। সেই চোটে এখন পর্যন্ত ভুগছেন তিনি। বুমরাহ মিস করেছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজসহ চ্যাম্পিয়নস ট্রফিও। একই সাথে আসন্ন আইপিএলের প্রথম ভাগেও দেখা যাবে না তাকে।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মুম্বাই বোলিং কোচ বন্ড বলছেন, বুমরাহর ক্যারিয়ার হুমকির মুখে রয়েছে, ‘সিডনি টেস্টে যখন সে চোট নিয়ে মাঠ ছাড়ল, তখন জানানো হয়েছে যে তার পিঠে টান লেগেছে। আমি তখনই ভেবেছিলাম এটা পিঠের হাড়ের গুরুতর সমস্যা হতে পারে। চ্যাম্পিয়নস ট্রফিতে যে সে খেলতে পারবে না, সেটা তখনই ধারণা করেছিলাম। বুমরাহ হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে তাকে ওয়ার্কলোড হিসাব করে চলতে হবে।’
আইপিএলের পর ভারত ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের লম্বা এক সিরিজে মাঠে নামবে। বন্ডের পরামর্শ, আইপিএল ও পরবর্তী সব সিরিজে বুমরাহকে বিশ্রাম দিয়ে খেলানো, ‘পরবর্তী বিশ্বকাপের জন্য বুমরাহ খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাই আমি চাই না ইংল্যান্ড সফরে সে টানা দুটি ম্যাচের বেশি খেলুক। একই জায়গায় ইনজুরি তার ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে।’
সারাবাংলা/এফএম