Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১২:০২ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১২:৫৮

সৈয়দ মঞ্জুর এলাহী।

ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন।

বুধবার (১২ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ও তার বোন বাবার শয্যার পাশে ছিলেন। আজই তার বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন তারা।

৭৯ বছর বয়সের এই শিল্পপতি এপেক্স গ্রুপের চেয়ারম্যান থাকার পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৯৬ সালে যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল; পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম নেওয়া মঞ্জুর এলাহী কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন।

সারাবাংলা/জিএস/ইআ

অ্যাপেক্স গ্রুপ শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী

বিজ্ঞাপন

সিংড়ায় আ.লীগ নেতা গ্রেফতার
১২ মার্চ ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর