যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮
১২ মার্চ ২০২৫ ১২:৪৯ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৩:৩৭
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছে আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুধবার (১২ মার্চ) প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ঘটছে হতাহতের ঘটনা।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দী বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে। নতুন করে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে দোহায় আলোচনা চলছে।
এদিকে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এমন অবরোধের কারণে গাজায় রমজানে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান ও বিভিন্ন মানবাধিকার সংস্থা।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ বাসিন্দার অধিকাংশ।
সারাবাংলা/এমপি