Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল আউট-অফ-হোম বিজ্ঞাপন সম্প্রসারণে কাজ করবে প্রিয়শপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৪:৪১

প্রিয়শপের প্রধান অফিস ধানমন্ডিতে চাটনিঅ্যাডসের আনুষ্ঠানিক উদ্বোধন।

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ দেশে আনুষ্ঠানিকভাবে ‘চাটনিঅ্যাডস বাই ডিজিটস্পার্ক’ চালু করেছে। প্রিয়শপের এই নতুন উদ্যোগটি বর্তমান যুগের বিজ্ঞাপনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

বুধবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রিয়শপ।

সম্প্রতি প্রিয়শপের প্রধান অফিস ধানমন্ডিতে চাটনিঅ্যাডসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপ ও চাটনিঅ্যাডসের প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা এবং গুরুত্বপূর্ণ অংশীদাররা।

চাটনিঅ্যাডসের স্মার্ট ও প্রোগ্রাম্যাটিক প্রযুক্তি ব্যবহার করে ব্র্যান্ডগুলো তাদের অডিয়েন্সকে টার্গেট করতে সক্ষম তো হবেই, পাশাপাশি রিয়েল-টাইমে যাবতীয় ব্র্যান্ডেড পণ্যকে ভোক্তাদের নিকট করে তুলবে আরও আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ।
বাংলাদেশে ৯৮ শতাংশ ভোগ্যপণ্য মুদি দোকানের মাধ্যমে কেনাবেচা হয়, যা খুচরা বিক্রেতাদের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করে। ডিজিটাল আউট-অফ-হোম বিজ্ঞাপন ব্যবহারের মাধ্যমে তারা খুব সহজেই লাভ বাড়াতে পারবেন এবং আরও বেশি ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটনিঅ্যাডসের প্রতিষ্ঠাতা ধাওয়াল শাহ ও রাজি শাহ, সহ-প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, সিএমও দীপ্তি মণ্ডল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সারাবাংলা/ইএইচটি/এমপি

তথ্য প্রযুক্তি প্রিয়শপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর