বিমান যাত্রীর কাছে মিলল অর্ধকোটি টাকার সোনার গয়না
১২ মার্চ ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪০০ গ্রাম সোনার গয়না জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাহিন আল মামুন নামে ওই যাত্রী ওমরাহ হজ শেষে দেশে ফিরছিলেন।
বুধবার (১২ মার্চ) সকালে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটের ওই যাত্রীকে তল্লাশি করে বিমানবন্দর কাস্টমস এসব সোনার গয়না উদ্ধার করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
ইব্রাহীম খলিল জানান, যাত্রী শাহিন আল মামুনের বাড়ি রাঙামাটি জেলায়। সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে বিমানবন্দরের ৩ নম্বর গেইট অতিক্রম করার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা এ ওমরাহ যাত্রীকে তল্লাশি করে ১২টি সোনার চুড়ি জব্দ করেন।
পরে বিমানবন্দর কাস্টমস সোনার চুড়িগুলো হস্তান্তরমূলে জব্দ করে। ২২ ক্যারেটের সোনার চুড়িগুলোর বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
উল্লেখ্য, কাস্টমস আইন অনুযায়ী একজন যাত্রী পরিহিত বা অপরিহিত অবস্থায় ১০০ গ্রাম সোনার গয়নার শুল্ক ও কর পরিশোধ ছাড়া আনতে পারেন। আর ঘোষণা দিয়ে ১০ তোলা ওজনের সোনার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আনতে পারেন।
সারাবাংলা/আরডি/ইআ