Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা প্রকল্প কর্মকর্তাকে হেনস্থা: যুবদল নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৫:২৪

গ্রেফতার মুহাম্মদ শহীদুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে (পিআইও) হেনস্থার মামলায় এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে রাউজান পৌরসভার ফকিরহাট এলাকায় একটি শপিং সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার মুহাম্মদ শহীদুল ইসলামকে (৪৩) রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর শরীফপাড়ার বাসিন্দা। তিনি পৌর যুবদলের সাবেক প্রচার সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে শহীদুল রাউজান উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দিকার কার্যালয়ে ঢুকে তার ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি ওই নারী কর্মকর্তাকে চেয়ার ছুড়ে মারেন। এ ঘটনায় আয়েশা সিদ্দিকা রাউজান থানায় শহীদুলের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, যুবদলের ‘ত্যাগী নেতা’ পরিচয়ে নিয়মবর্হিভূতভাবে কাজ দাবি করে না পেয়ে শহীদুল আয়েশাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। সেটি গিয়ে টেবিলের ওপর পড়ে। এতে গ্লাস ও টেবিল ভেঙে যায়। উপজেলা প্রশাসনের লোকজন ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে এলে পালিয়ে যান শহীদ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘কার্যালয়ে ঢুকে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে হেনস্থা করার অভিযোগ থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামি শহীদুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম যুবদল নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর