Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৩৫

বৃহস্পতিবার দেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ঢাকা: চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এ ছাড়া ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন,  শুক্রবার (১৪ মার্চ) রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর