Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী সঙ্গে অভিমান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৬:১৫ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:২১

আকাশ ইসলাম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আকাশ ইসলাম (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আকাশ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানান স্বজনরা।

মঙ্গলবার (১২মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ইসলাম ইউনিয়নের আমজাদ মোড় এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে।

মৃত আকাশের চাচাতো ভাই স্বপন বলেন, কিছুদিন যাবত পারিবারিক সমস্যা চলছিলো। যে কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আকাশ।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে গোপিনাথপুর এলাকায় বালুর চরে গাছের সঙ্গে আকাশের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, হরিপুর পদ্মা চরে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে নিশ্চিত করা যাবে।

সারবাংলা/এসআর

আত্মহত্যা সারাবাংলা স্ত্রী সঙ্গে অভিমান