Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৬:২৮ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:৫২

প্রতীকী ছবি।

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ কালু (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুস সামাদ।

জানা গেছে, কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় নির্মাণ শ্রমিক কালু কাজ করার সময় হঠাৎ নীচে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খান জাহানআলী থানার ডিউটি অফিসার এসআই গোবিন্দ বলেন, ‘এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এইচআই

কুয়েট খুলনা শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর