Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সারাদেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:৫২

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করেন

‎ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করবে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। ফলে এই দুই ঘণ্টা বন্ধ থাকবে সারাদেশে সব ধরনের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সেবা।

‎বুধবার (১২ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

‎এ সময় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘ভোটার তালিকা ও এনআইডি সেবা একই প্রতিষ্ঠানে থাকবে। বিগত তিনটি কমিশনও চেয়েছে ভোটার তালিকা ইসিতে থাকুক। কিন্তু মাঝপথে দেখলাম এনআইডি নিয়ে আলাদা একটা কমিশন করার জন্য। এর প্রতিবাদে আমরা সিইসিকে একটা স্মারকলিপি দিয়েছি। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও সরকারকে অবগত করেছে। কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোনো ফল দেখতে পাচ্ছি না। তাই এনআইডি নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার সকল নির্বাচন অফিসের সামনে স্ট্যান্ড ফর ‘এনআইডি’ কর্মসূচি পালন করব। সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করব।’

‎এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে কি? এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, ‘আমরা সবাই অফিস কক্ষ ছেড়ে অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। তাহলে এনআইডি সেবা দেবে কে? সুতরাং এই সময় সকল কাজ বন্ধ থাকবে এটাই স্বাভাবিক।’

‎তিনি আরও বলেন, ‘এর মধ্যেও যদি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমরা অ্যাসোসিয়েশনের সবাই আলোচনা করে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

‎এ সময় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ‘এনআইডি কার্যক্রম যাতে ইসি থেকে না যায় সে বিষয়ে কমিশন সব উদ্যোগ নেবে। এনআইডি যদি ইসি থেকে অন্যত্র চলে যায় তাহলে নির্বাচন হুমকির মুখে পড়বে। এনআইডি ও ভোটার তালিকা প্রায় একই বিষয়, এনআইডি নির্বাচন কমিশনে থাকা উচিত। স্বৈরাচার সরকার এনআইডি ইসি থেকে সরানোর চক্রান্ত করেছিল। এনআইডি’র মাধ্যমে ১৮৩ প্রতিষ্ঠানকে আমরা তথ্য দিচ্ছি। তিল তিল করে গড়ে উঠা এনআইডি ধ্বংসও হতে পারে। নির্বাচন কমিশনে চার থেকে পাঁচ হাজার জনবল তৈরি করেছে এনআইডি সেবা দেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

‎এনআইডি’র সিস্টেম ম্যানেজার(কারিগরী) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এনআইডি এমনভাবে জন্ম হয়েছে এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়। ডাটাবেইজ একটা। কোনো প্রতিষ্ঠানে এনআইডি নিতে হলে ভোটার তালিকাও নিতে হবে। শুধু এনআইডি নিলে ভোটার তালিকা ব্যাহত হবে। এনআইডি চলে গেলে ভোটার তালিকায় ভাটা পড়বে। এনআইডি জন্ম হয়েছে নির্বাচন কমিশনে সুতরাং এখানে থাকা দরকার।’

‎অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান এনআইডি পরিচালক ( প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, উপসচিব (সাধারণ সেবা) মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

‎এর আগে, গতকাল এনআইডি ইসির অধীনে রাখতে কর্মকর্তা-কর্মচারিদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। তাতে লেখা রয়েছে- স্ট্যান্ড ফর এনআইডি, সেভ এনআইডি, প্রটেস্ট ভোটার লিস্ট, এনশিওর ডেমোক্রেসি।

‎উল্লেখ্য, সম্প্রতি ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি’র সভা করে গত ৩ মার্চ।

‎উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণয়ন সময়োপযোগী। তবে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন। একইসঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্মনিবন্ধন সনদ, জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এনআইডি’র ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা এবং জনদুর্ভোগ পরিহার করা আবশ্যক। এই উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে পারে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এইচআই

এনআইডি সেবা জাতীয় পরিচয় পত্র নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর