মুন্সীগঞ্জে অস্ত্র-ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার
১২ মার্চ ২০২৫ ১৬:৫২ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৫৪
মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরে বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সজিব বেপারীকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদারের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার সজিব জাহানাবাদ এলাকার আব্দুল হক বেপারীর ছেলে। তিনি এলাকার পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।
পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সজিব বেপারী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।’
গ্রেফতার আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
সারাবাংলা/এইচআই