Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের উপর পুলিশি হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় নারী মুক্তি কেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:১৭

ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রাজধানীতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মঞ্চ’ এর ধর্ষণবিরোধী গণপদযাত্রা এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারী মুক্তি কেন্দ্র।

বুধবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ধর্ষণবিরোধী আন্দোলনে নারীকর্মীসহ আন্দোলনকারীদের উপর পুলিশি হামলায় জড়িত এসি মামুনসহ সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সারাদেশে অব্যাহতভাবে নারী নিপীড়ন, ধর্ষণের ঘটনায় দেশের মানুষ বিচার ও নিরাপদ পরিবেশের দাবিতে রাজপথে নেমেছে। চলমান এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের (বুধবার) পদযাত্রা কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের উপর বর্বর কায়দায় আক্রমণ করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল- দ্রুত আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীরাই হামলার শিকার হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা বীরত্বের সাথে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। অসংখ্য ছাত্র-ছাত্রী -নারী- শিশু প্রাণ দিয়েছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে। নারী -পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানে লড়াই করেছে। তখন আমরা দেখিনি যে, কোনো নারী আক্রান্ত হয়েছেন। অথচ পরবর্তী সময়ে নারীর প্রতি মোরাল পুলিশিং, মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে। ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার এ দায় এড়াতে পারে না। এ প্রেক্ষিতে আইন শৃঙ্খলার অবনতি ও নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নারী-পুরুষের সম অধিকার ও সমমর্যাদা নিশ্চিত হবে- এটাই কাম্য। ফলে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই পরিবেশ তৈরি করতে হলে সরকারকে আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে এবং অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

ধর্ষণবিরোধী গণপদযাত্রায় নারীদের উপর পুলিশের হামলা নারী মুক্তি কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর