Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে এসেছে ৩৮ হাজার টন চাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:৪০

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চাল ভর্তি জাহাজ

ঢাকা: আরও দুটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসেছে ৩৮ হাজার ৮ শত মেট্রিক টন চাল। এসব চাল জিটুজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আনা হয়েছে।

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার আটশত মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এতে আরও বলা হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ বুধবারই খালাসের কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর চাল আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর