রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অভিযুক্ত গ্রেফতার
১২ মার্চ ২০২৫ ১৮:২৩ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:০৮
রাজশাহী: রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) নগরীর ভদ্রা থেকে বর্ণালী মোড় যেতে এই ব্যক্তি অশোভন আচরণ করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া রানা নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশায় উঠেছিলেন। তার সামনে বসা রানা একাধিকবার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করেন এবং একপর্যায়ে নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করতে থাকেন।
ওই ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করলে এটি ভাইরাল হয়ে যায়। এরপর স্থানীয় ছাত্র ও জনতা রানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। তবে তিনি স্ত্রী-সন্তানসহ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তার বাড়িতে ভাঙচুর চালানো হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অতীতেও তিনি এ ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসআর