Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা পদে ৮ জনের শপথ, ফেসবুকে ছড়িয়ে পড়া পত্রটি ভুয়া: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৯:০৫ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:৩৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম – ছবি : সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য ৮ জনের নামসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনপত্রটি ভুয়া বলে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ মার্চ) মো. শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমনটি জানিয়েছেন।

অনুমোদনপত্রের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ফেইক অ্যান্ড ফেব্রিকেটেড। অর্থাৎ ভুয়া ও বানোয়াট।

ভুয়া ওই অনুমোদন পত্রে বলা হয়, আগামী ২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। প্রধান উপদেষ্টা আদেশক্রমে- ড. শেখ আব্দুর রশীদ, মন্ত্রিপরিষদ সচিব।

সারাবাংলা/জিএস/আরএস

প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে উপদেষ্টা পদে ৮ জনের শপথের ভুয়া চিঠি