Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিন ধরে নিখোঁজ বরিশালের এডিসি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৯:০২

নিখোঁজ বিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে, মামলায় গ্রেফতার এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। গত রোববার (৯ মার্চ) বেলা ২টার দিকে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এরপর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শরফুদ্দিন আহমেদ জানান, এডিসি রাশেদ গত তিন দিন অফিসে আসছেন না। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘গত তিন দিন তার কোনো খোঁজ নেই। বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টারে জানিয়েছি। তাছাড়া এডিসি রাশেদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে, সেটা তিনি নিখোঁজ হওয়ার পরে জেনেছি।’

সারাবাংলা/এসডব্লিউ

এডিসি নিখোঁজ জুলাই অভ্যুত্থানে হত্যা মামলা