Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৯:০৮ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:১১

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও: জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু গাজীপুর থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারা হলেন, গাজিপুর বড়বাড়ি নুরলতলা গোবিন্দগঞ্জ এলাকার সামসুদ্দিন ও তার মেয়ে সোনালী আক্তার (২০)।

উদ্ধার হওয়া শিশুটি সায়ান। সে সদর উপজেলার মোজা বনি গ্রামের শিমুল ইসলাম ও হাসি আক্তার দম্পতির সন্তান।

জানা যায়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয় সায়নকে। সোমবার (১০ মার্চ) সারাদিন সোনালী আক্তার নামে এক অপরিচিত নারী শিশুটির পরিবারের পাশে থেকে তার যত্ন নেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন। সন্ধ্যায় শিশুটির মা হাসি ও নানি পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

পরে শিশুটির বাবা অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান বলেন, ‘ওই দিন রাতেই সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজীপুরে গেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়ার পর গাজীপুর র‌্যাব-১ এর সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

সারাবাংলা/এইচআই

জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও শিশু চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর