Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:৩৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের এক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করবেন।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই ফ্লাইটে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে ড. ইউনূস মডেল মসজিদ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।’

তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় উভয়ে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

সারাবাংলা/জিএস/পিটিএম

জাতিসংঘ মহাসচিব প্রধান উপেদষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর