সিলেটে ১২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
১২ মার্চ ২০২৫ ২০:৩৩ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ২০:৪৮
সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ১২ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি সিলেট সীমান্তে জব্দ হওয়া এযাবৎকালের সবচেয়ে বড় চালান।
বুধবার (১২ মার্চ) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১২ কোটি বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক সারাবাংলাকে বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারাবাংলা/এসআর