Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২০:৩৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ঈদ উপলক্ষ্যে গরীবদের মাঝে শাড়ি-লুঙ্গি বিরতণ অনুষ্ঠান

বাগেরহাট: অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।

বুধবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ঈদ উপলক্ষ্যে গরীবদের মাঝে শাড়ি-লুঙ্গি বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৫ শতাধিক দরিদ্র মানুষের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ কাজটি করলে ড্ক্টর ইউনূসের নাম এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

মোংলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, মুক্তিযোদ্ধা দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সদস্য মাকসুদ হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।

সারাবাংলা/এইচআই

জাতীয় সংসদ নির্বাচন বিএনপি শামীমুর রহমান