Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলে অনুষ্ঠেয় সামিটের ভৌতসেবার কাজ করবে ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২০:৫১ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ২১:৪৭

ঢাকা: আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় তিনদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে ভৌতসেবার কাজটি করবে রাজধানীর বনানীস্থ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস লিমিটেড’ (আইএমএস)। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ নিয়োগ দেয়া হয়েছে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভৌতসেবা ক্রয়ের প্রস্তাবটি নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, সামিটটি যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এর ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কার্যাদি সম্পাদনের জন্য বিডা’র দাফতরিক ব্যয় প্রাক্কলন কমিটি কর্তৃক প্রাক্কলিত ব্যয় ২ কোটি ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ‘ইভেন্ট ম্যানেজমেন্ট অব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০১৫ অর্গানাইজড বাই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’ শীর্ষক ভৌত সেবা [প্রকিউরমেন্ট অব নন-কনসাল্টিং সার্ভিসেস] উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের জন্য গত ২২ জানুয়ারি তারিখে পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১১টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। কিন্তু দরপত্রের শর্তানুযায়ী নির্ধারিত মানদন্ডে কোন প্রতিষ্ঠানই সব শর্তাদি পূরণ না করায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ বিধি ৯৮ এর ১৫ (গ) বিধি মোতাবেক দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি কর্তৃক নন-রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি কর্তৃক পিপিআর ২০০৮ এর ৩৩ (২)(ঘ) বিধি মোতাবেক সব দরপত্র, প্রস্তাব বা কোটেশন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়ায় সুপারিশের ভিত্তিতে ক্রয়কারী কার্যালয় প্রধান সব দরপত্র বাতিল করেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়,পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ৩৪ (১) বিধি অনুযায়ী পুনঃদরপত্র আহ্বান, মূল্যায়ন এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াকরণের লক্ষ্যে ন্যূনতম প্রায় ০১ (এক) মাস সময় প্রয়োজন হবে। এদিকে আসন্ন সামিট সংক্রান্ত অধিকাংশ কার্যক্রমই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিধায় চলতি মার্চ এর ১ম সপ্তাহ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু অত্যাবশ্যক। এ বাস্তবতায় সামিটের ভৌতসেবা কাজের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস লিমিটেডকে (আইএমএস) মনোনীত ও নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র মতে, ঢাকার বনানীস্থ ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস লিমিটেড (আইএমএস) ২০০৯ সাল থেকে শীর্ষস্থানীয় দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করে আসছে। গ্রামীণফোন, নেসলে বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বহু দেশী ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান ব্যবস্থাপনায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, দেশী ও বিদেশী বিনিয়োগকারী, বহুজাতিক কোম্পানির প্রতিনিধিদের সমন্বয়ে গত ১৬ জানুয়ারি তারিখে আয়োজিত নেটওয়ার্কিং প্রোগ্রামটি আইএমএস কর্তৃক সফল ও সুচারুভাবে সম্পন্ন হয়েছে। দেশী ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশনে অভিজ্ঞতা থাকায় আগামী ৭-১০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের ইভেন্ট পরিচালনার জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস লিমিটেডকে (আইএমএস) দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস লিমিটেড’ (আইএমএস) বিনিয়োগ সম্মেলন ভৌত সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর