এবার রমজানে বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী: বাণিজ্য উপদেষ্টা
১২ মার্চ ২০২৫ ২০:৫৯ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ২১:৪৭
ঢাকা: এবার রমজানে বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে ইফতার পরবর্তী এক ইমাম ও খতিবদের সমাবেশে তিনি একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিন্মমূখী আছে। নিত্যপণ্যের বাজার সামনে আরও নামবে।
তিনি বলেন, ৫ আগস্টে যে ছাত্র-জনতার বিপ্লব হলো তার পিছনে একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। বৈষম্য দূর করতে হবে আমাদের কর্ম ও নীতি নির্ধারনের মাধ্যমে। সম্পদের বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘যাকাত সম্পদ ডিস্ট্রিবিউশনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত ব্যক্তির দায় এটা কোন চ্যারিটি নয়। যাকাত প্রদাণে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। এসময় যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে।’
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টিসিবির কার্যক্রমে চুড়ান্ত দূর্নীতি হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে। এতে সরকারের ভর্তূকি সাড়ে চার হাজার কোটি টাকা। আমাদের অর্থনীতি, সমাজনীতি ,রাজনীতি সকল ক্ষেত্রে মারাত্মক দুর্নীতি হয়েছে বিগত সময়ে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টিসিবির কার্যক্রমে চুড়ান্ত দুর্নীতি হয়েছে।’
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এর সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক, হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতা ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ এ সময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এসআর