Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২২:০১

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১২ মার্চ) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব শোকবার্তায় বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহী সত্যিকার অর্থে বাংলাদেশে একজন জাতীয় বুর্জোয়া শ্রেণির ব্যক্তি ছিলেন। তিনি সফল শিল্প উদ্যোক্তা, দেশপ্রেমিক, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তার মতো গুণী ব্যক্তির শুন্যতা পূর্ণ হবার নয়।‘

মির্জা ফখরুল তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার (১২ মার্চ) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান সৈয়দ মঞ্জুর এলাহী। এপেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ মঞ্জুর এলাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর