Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২৩:৫৯

প্রতীকী ছবি। সড়ক দুর্ঘটনা

মেহেরপুর: জেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি খামারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় ফাজিল মল্লিক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তিনি আমঝুপি নওদাপাড়া গ্রামের ইজু মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাজিল মল্লিক মাঠে কাজ শেষে রাস্তায় বাইসাইকেল যোগে বাড়ির দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মোটরসাইকেল চালক শ্রাবণ আহত হয়েছেন। সে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পারিবারিক সমঝোতায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত বাইসাইকেল মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর