Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৫:০৩

দোলযাত্রায় রঙ খেলায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহ: শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীরা দোলযাত্রা উদযাপন করছেন।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নগরীর দুর্গাবাড়ী মন্দিরের দোল মঞ্চে আবির ও রং মাখিয়ে উৎসবটি পালন করে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা।

এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় তরুণ-তরুণীরা দল বেঁধে দোল উৎসবে মেতে ওঠেন। ঘরোয়াভাবেও অনেকে স্বজন, বন্ধু-বান্ধবদের রং লাগিয়ে দোল উৎসবে শামিল হন। এই উৎসবের মধ্য দিয়ে পরস্পরের প্রতি স্নেহ-ভালোবাসা আরও বৃদ্ধি পায় বলে
ধারণা সনাতন ধর্মাবলম্বীদের।

শাস্ত্রমতে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও তার সখীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। এই আবির খেলার তিথিটিকে সনাতন ধর্মাবলম্বীরা দোল বা হোলি উৎসব হিসেবে পালন করেন।

সারাবাংলা/এনজে

উদযাপন দোলযাত্রা