চাঁদাবাজির প্রতিবাদে নলছিটিতে এলাকাবাসী-ব্যবসায়ীদের বিক্ষোভ
১৪ মার্চ ২০২৫ ১৫:১৫
বরিশাল: ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মসজিদ বাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গোচরা বাজারে গিয়ে শেষ হয়।
মানববন্ধন বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, হুমায়ুন কবির সরদার, ব্যবসায়ী সুমন সরদার, রিতা বেগম, পপি বেগম, মনির বেগ প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গুটিকয়েক নেতাকর্মী মসজিদ বাড়ি এলাকায় ব্যবসা-বাণিজ্য ধ্বংসের পাঁয়তারা করছে। নিয়মিত সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি ছাড়াও চক্রটি বিভিন্ন সময় কয়েকজনকে মারধর করে মারাত্মক জখম করে। প্রতিদিন সন্ধ্যার পর মসজিদ এলাকায় একটি ক্লাবে বসে মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করে ওই চক্রটি। সম্প্রতি চাঁদা না দেওয়ায় সুমন সরদার ও হুমায়ুন কবির নামে দুইজনকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। স্থানীয় জনগণের নিরাপত্তা ও ব্যবসা পরিচালনায় প্রশাসনের সহযোগিতা কামনা করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি করেন বক্তারা।
স্থানীয় বাসিন্দা সুমন সরদার ও হুমায়ুন কবির বলেন, ‘মসজিদ বাড়ি এলাকায় একটি ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় যুবদল নেতা এখলাস হোসেন মুন্নার নেতৃত্বে ১৫/২০ জন ব্যক্তি আমাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়া আমাদেরকে মারধরও করা হয়। এ ঘটনায় আমরা আদালতে মামলা করেছি।’ তবে চাঁদা দাবি ও মারধর করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন যুবদল নেতা এখলাস হোসেন মুন্না।
সারাবাংলা/এনজে