Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২১:০৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে খেলার সময় ভবনের ছাদ থেকে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নগরীর বন্দর থানার দুই নম্বর মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রমজান (৫) পটুয়াখালীর গলাচিপা থানার চরবিশ্বাস গ্রামের বাবলু মালের ছেলে। নগরীর দুই নম্বর মাইলের মাথা এলাকার আজিজ ভবনে তারা ভাড়া থাকতেন।

সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন সারাবাংলা জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই শিশুটি মারা গিয়েছিল। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘শিশুটি খেলার সময় অসাবধানতা বশত পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যায়। ভবনের নিচে থাকা সীমানা প্রাচীরের রডের ওপর পড়ে শিশুটি আটকে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রড কেটে শিশুটির লাশ উদ্ধার করে।’

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম ভবন থেকে পড়ে মৃত্যু শিশুর মৃত্যু সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর