রিকশাচালক দলের বহিষ্কৃত নেতার সঙ্গে যোগাযোগ রাখলে সাংগঠনিক ব্যবস্থা
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৭:৪৯
১৪ মার্চ ২০২৫ ১৭:৪৯
ঢাকা: জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের বহিষ্কৃত নেতা মো. আলমগীর হোসেনের সঙ্গে দলের নেতা-কর্মীরা কোনো প্রকার যোগাযোগ রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান দলটির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের বহিস্কৃত নেতা মো. আলমগীর হোসেন বিভিন্ন সময় হিংস্র, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ সন্ত্রাসী কায়দায় মারধর করে রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতা-কর্মীদের গুরুতর আহত করছে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের নেতা-কর্মী বহিস্কৃত নেতা মো. আলমগীর হোসেনের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে- বলা হয় ওই বিবৃতিতে।
সারাবাংলা/এজেড/এসআর