লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
১৪ মার্চ ২০২৫ ১৭:৫৫
লালমনিরহাট: জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানীতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতার জহুরুল মোল্লা ওরফে সাগর বরিশাল জেলার আগৈলঝড়া থানার আসকর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্ত সাগর বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভুগী শিশুর বাড়িতে যায়। বাড়িতে একা পেয়ে শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে পালিয়ে যায় সাগর। পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। শিশুকে উদ্ধার করে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন নিপীড়নের শিকার এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এসআর