Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২১:১৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২৩:৩৬

শেভরণ ডায়াগনস্টিক হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় ভুল চিকিৎসায় তিন মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ ওই শিশুর স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পটিয়া পৌরসভার বেসরকারি শেভরণ ডায়াগনস্টিক হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত ওই কন্যা শিশুর নাম নুর আফসা (৩)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে। তার মায়ের নাম ইয়াছমিন আক্তার।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুন নুর সারাবাংলাকে জানান, শুক্রবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত তিন বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় উত্তেজিত হয়ে শিশুটির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, ‘শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।’

সারাবাংলা/আইসি/এইচআই

শিশুর মৃত্যু শেভরণ ডায়াগনস্টিক হাসপাতাল হাসপাতাল ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর