Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২১:৪৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২১:৪৯

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল

ঢাকা: বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘‘ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আমরা জনগণের সঙ্গে থাকি। বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অন্যায়-অপরাধ। আজকে কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে। ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এ দেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা ১০০ জন নিয়ে দাঁড়াব। মিডিয়ার ভাই-বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। তারা দেখেছেন গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে? আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পালটা পোস্ট করা হবে।’’

অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দফতর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

টপ নিউজ বিএনপি যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল হাবীব উন নবী খান সোহেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর