মেয়ের বিয়ের কথা বলে চাঁদা উত্তোলন, প্রতারক আটক
১৪ মার্চ ২০২৫ ২২:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক প্রতারককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, মেয়ের বিয়ের জন্য চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। তার বিরুদ্ধে এর আগে প্রতারণার নানা অভিযোগ আছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর তুপ্পার পাড় সোনারগাঁও জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওই প্রতারকের নাম ওমর ফারুক (৪৫)।
পুলিশ জানায়, আটক ওমর ফারুক আট থেকে ১০ বছর আগে বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্মে রুপান্তরিত হন। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে। মুসলমান হওয়ার পর তিনি কাপ্তাই উপজেলার রাইখালী গ্রামে বসবাস করা শুরু করেন।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে প্রলোভন ও নানা সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে টাকা আত্মসাত করে আসছিলেন। কিছুদিন আগেও তিনি এক শিক্ষকের অবসরের টাকা, আত্মীয় স্বজনকে দেওয়া ধারের টাকা ফেরত এনে দেবেন বলে ৩০ হাজার টাকা আত্মসাত করেন।
এদিকে স্থানীয়দের দাবি, ওমর ফারুক নিজেকে জিনের বাদশা পরিচয় দিতেন। জিন হাজিরের মাধ্যমে বিভিন্ন কিছু সমাধান করবেন বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করে আসছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান সারাবাংলাকে বলেন, ‘তিনি কোনো জিনের বাদশা নন। এটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। উনি মূলত প্রতারক। মানুষজনের কাছ থেকে টাকা নিয়ে সেটা ফেরত দিতেন না। এজন্য স্থানীয়রা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।’
‘তিনি শুক্রবার সেখানকার একটি মসজিদে গিয়ে মুসল্লীদের কাছ থেকে মেয়ের বিয়ের কথা জানিয়ে চাঁদা তুলছিলেন। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
সারাবাংলা/আইসি/এসআর