Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের সম্মানে প্যারিসে শাহ গ্রুপের ইফতার মাহফিল

ফ্রান্স থেকে নজমুল হক
১৫ মার্চ ২০২৫ ০৮:২৪

শাহ গ্রুপের আয়োজনে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি গঠনে বাংলাগণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তুলে ধরেছেন বাংলাদেশি মালিকানাধীন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহআলম)।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের আয়োজনে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে তিনি এই মত তুলে ধরেন।

এ সময় তিনি আরও বলেন, বিশ্ব দরবারে এখানকার বাংলাদেশি কমিউনিটির কথা তুলে ধরছেন বাংলাদেশি গনমাধ্যমকর্মীরা। প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার বিষয়ও উঠে আসছে তাদের কলম ও ক্যামেরায়। বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের সমস্যা তুলে ধরতে এখানকার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সাত্তার আলী সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টে তত্ত্বগত ভুল সংশোধন, দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম সেবা চালুর দাবি জোরালোভাবে সরকারের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংবাদিকরা।

ইফতার পরবর্তী আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, আগের তুলনায় কমিউনিটিতে এখন বিভাজন বেড়েছে তবে কমিউনিটিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। আর ঐক্য গড়ে তুলতে হলে সবাইকেই এগিয়ে আসা উচিত বলেও মত প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে প্রেসক্লাব নেতারা, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহির, এনায়েত হোসেন (সোহেল), মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, এনটিভি ব্যুরো চিফ আবুল কালাম মামুন, ডিবিসি প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, আরটিভি প্রতিনিধি তাইজুল ফয়েজ, বাংলা টিভি প্রতিনিধি রাসেল আহমেদ, মাই টিভি প্রতিনিধি বাদল পাল, এটিএন বাংলা ইউ কে প্রতিনিধি তাজ উদ্দিন, টিভি এন নিউজ প্রতিনিধি শেখ সামিরা, আমাদের কথার বার্তা সম্পাদক মাসুদা বেগম নদী।

বিজ্ঞাপন

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের সদস্য ও আমাদের কথা পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম।

অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কাওয়ালি আসর আয়োজন এর ঘোষণা দেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহআলম)।

সারাবাংলা/এনজে

ইফতার মাহফিল প্যারিস শাহ গ্রুপ সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর