মাগুরার সেই শিশুর মৃত্যুতে সিপিবি’র শোক পালন
১৫ মার্চ ২০২৫ ১৬:১৮
ঢাকা: মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শনিবার (১৫ মার্চ) পূর্ব ঘোষণা মোতাবেক সারাদেশে শোক দিবস পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
এ উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা কার্যালয়েও কালো পতাকা উত্তোলন করা হয়।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন কয়েকশত নেতাকর্মী। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুরানা পল্টন এলাকায় পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, ‘ আজ সিপিবি ও বাসদের গণসংগঠন এবং সহযোগী সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচীকে কেন্দ্র করে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। উক্ত কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও সুপরিকল্পিত মব তৈরি করার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘মতামত প্রকাশের স্বাধীনতা গণঅভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখলের ঘোষণা এবং এ ধরণের কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া, মব তৈরি করা উদ্বেগজনক। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক ঘাটতিকেই নির্দেশ করে। একইসঙ্গে আমরা মনে করি,এ ধরণের পরিস্থিতি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা জনগণের ঐক্যকেই ক্ষতিগ্রস্ত করবে। আমরা প্রত্যাশা করি সরকার এ ব্যাপারে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাগুরায় ধর্ষণের শিকার শিশু শোক পালন সিপিবি