Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার তদারকি, চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৭:৫৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিতে দুই প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ১১টা থেকে ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশু খাদ্য ‍ও বেকারিতে তদারকি করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কোমল পানি উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকা, কেনা সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকায় মেসার্স কালাম স্টোরের মালিক আবুল কালামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুসারে ৭০ হাজার জরিমান করা হয়েছে। অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিম্নমানের সুগন্ধী ব্যবহার করা কারণে ৪৩ ধারা অনুসারে মেসার্স গাউছিয়া ফুডের মালিক হাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকরা ১৫০ বস্তা কোমল পানি পুড়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত পরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং মান সম্মত ও অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য কেনাবেচা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাবের সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো