Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণে নিহত মাগুরার শিশুটির পরিবারের পুনর্বাসন করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৮:০২ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:১৬

ঢাকা: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির আইনি সহায়তা এবং পরিবারের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সরকার।

শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানায়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলামের পাঠানো বার্তায় বলে হয়, মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুর বিষয়ে সকল প্রকার আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে।

এছাড়া শিশুটির পরিবার ও তার বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

গত ৬ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর গত ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মাগুরায় ধর্ষণের শিকার শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর