Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরমুজের ট্রলারে ডাকাতি, গণপিটুনিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৯:০৬ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:১৬

পটুয়াখালী: জেলার বাউফলে তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন ট্রলারচালকসহ তিনজন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অব্স্থায় আহত ডাকাতের মৃত্যু হয়। এর আগে ভোরে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

আহরা হলেন- গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেরা গ্রামের তরমুজ চাষী মো. শহিদুল ইসলাম (৫৮), ডাকুয়া গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে মো. মেহেদী হাসান (৩৪) ও ট্রলার চালক মো. সেলিম মাঝি (৫৭)।

পুলিশ ও আহতদের স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত রাতে গলাচিপা উপজেলার চরকাজল থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ১০ হাজার তরমুজ নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলী মোহনা এলাকায় পৌঁছালে সাত-আটজন সশস্ত্র ডাকাতদল একটি দ্রুতগতির ট্রলার নিয়ে তরমুজের ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজভর্তি ট্রলারের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। ওই সময় ডাকাতরা ট্রলারচালকসহ তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে। নিরুপায় হয়ে তরমুজের ট্রলারে থাকা লোকজন পালটা প্রতিরোধ গড়ে তুলেন। এ সময় একজন ডাকাতকে ধরে ফেলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তখন বাকী ডাকাতরা পালিয়ে যায়। ট্রলারে আটকা পড়া ডাকাতকে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়।

খবর পেয়ে ভোরে গুরতর আহত ডাকাতসহ তরমুজের ট্রলারের আহত লোকজনকে উদ্ধার করে পুলিশ। আহত ডাকাতকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘তদন্তের স্বার্থে নিহত ডাকাতের নাম ও পরিচয় প্রকাশ করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসআর

গণপিটুনিতে ডাকাত নিহত ডাকাত তরমুজের ট্রলারে ডাকাতি নিহত পটুয়াখালী সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর