Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিলফা জাহান ইন্নি হত্যা, বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৯:১৮

জিলফা জাহান ইন্নি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সন্তান রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন নিহত ইন্নির পিতা বিশিষ্ট ছড়াকার ছাদেকুর রহমান রতন, আব্দুর রহমান রুমী, স্কুল শিক্ষক আবুল হাসেম, অ্যাডভোকেট এনামুল হক, সাইফউদ্দীন আহমেদ লেনিন, কণ্ঠশিল্পী হোসনে আরা মমতাজ ও জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিলকী প্রমুখ।

বক্তারা অবিলম্বে ইন্নি হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, জিলফা জাহান ইন্নি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিশিষ্ট ছড়াকার ছাদেকুর রহমান রতনের মেয়ে। তিনি রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুস্থ জনৈক মেহেদি হাসান নিপুর বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি। গত ১৬ জানুয়ারি রাতে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্নিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে ইন্নির বাবা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মাসুম বিল্লাহ ও আব্দুলহ নামে দুই আসামিকে গ্রেফতার করলেও অন্য আসামিরা এখনো পলাতক। আসামি ও তাদের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইন্নির বাবা।

সারাবাংলা/এইচআই

জিলফা জাহান ইন্নি বিচারের দাবি মমতা নার্সিং ইনস্টিটিউট