বাঘাইছড়ির তিন ইটভাটা ২ মাসে তিনবার বন্ধ করল প্রশাসন!
১৫ মার্চ ২০২৫ ২০:০৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:২৮
রাঙ্গামাটি: ভাটা পরিচালনায় অনুমোদন না থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি অবৈধ ইটভাটা ফের বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটা বন্ধ করে দেয় বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। এ নিয়ে গত দুই মাসে তিনবার ভাটাগুলো বন্ধ করা হলো।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন।
ইউএনও শিরীন আক্তার বলেন, উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটাগুলোর যাবতীয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পানি ছিটিয়ে প্রস্তুতকৃত ইটগুলো ধ্বংস করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন
ইউএনও আরও বলেন, ইটভাটাগুলোকে এর আগেও দফায় দফায় জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু রাতের বেলায় আবার চালু করে। এবার যাবতীয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি তারা ফের ভাটাগুলো চালু করে, তাহলে নিয়মিত মামলা দিয়ে জেল দেওয়া হবে।
প্রসঙ্গত, ইটভাটা পরিচালনায় অনুমোদন না থাকায় চলতি বছরের ১৬ জানুয়ারি উপজেলায় তিনটি ইটভাটা এমএমসি, কেবিএম ও ফাইভ স্টারকে আড়াই লাখ জরিমানা ও ভাটা বন্ধ করে দেওয়া হয়।
এরপর এক মাসের মাথায় ফের ভাটাগুলো সচল করা হলে ১৮ ফেব্রুয়ারি একই ভাটাগুলোয় ৫০ হাজার টাকা করে দেড় টাকা জরিমানা করে প্রশাসন। এবারও একমাসের আগে ভাটা সচল করায় জরিমানা না করলেও পানি ছিটিয়ে ভাটা ধ্বংস করে দিয়েছে প্রশাসন।
সারাবাংলা/এইচআই