ইইউ’র সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক কাল
১৫ মার্চ ২০২৫ ২২:২৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২৩:৩২
ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে রোববার (১৬ মার্চ) বৈঠকে বসতে যাচ্ছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে এদিন েবলা ১১ টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে, গত ২৮ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এএমএম নাসির উদ্দিন কমিশন। আর ৩০ জানুয়ারি ইইউ’র গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
১১ ফেব্রুয়ারি ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে কমিশন। সর্বশেষ গত সোমবার (১০ মার্চ) সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
এদিকে, আগামী ১৭ মার্চ ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/এনএল/পিটিএম