Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ২২:৩৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২৩:৩২

প্রতীকী ছবি

সিলেট: সিলেটের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে বাড়ির পুকুরে ডুবে মামা জাহিদ আহমদ (৬) ও ভাগিনা শামীম আহমদের (৮) মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে তারা খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়।

নিহত জাহিদ আহমদ বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে ও শামীম আহমদ নিহত জাহিদের ভাগিনা। শামীম নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্বজনরা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। দুপুরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/এসআর