Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ২৩:১৪

সুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা

বরিশাল: বরিশালে চার বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি সুজন (২৪) গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ধান গবেষণা সড়কে সুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে রাত ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোচালক।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সুজন চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা কোতোয়ালি থানায় মামলা করলে সুজন আত্মগোপনে চলে যায়। শিশুটি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে রয়েছে। আজ সন্ধ্যায় তাকে এলাকায় পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহত সুজনের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগ তুলে তাকে মেরে ফেলা হয়েছে। সুজন অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত। বিনা বিচারে মেরে ফেলল কেন? এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন সুজনের স্বজনরা।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই

আসামিকে পিটিয়ে হত্যা বরিশাল শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি