Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসিকে নগ্ন করে পেটানোর হুমকিদাতা সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ২৩:২১

সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এক ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন এ পেশাদার অপরাধী।

শনিবার (১৫ মার্চ) ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম। তবে সাজ্জাদকে গ্রেফতারের পর আরও কিছু ‘আইনগত প্রক্রিয়া’ বাকি থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অপারগতা জানান সিএমপির এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা আছে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। ২০২৪ সালের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ ছোট সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাজ্জাদের বেপরোয়া কর্মকাণ্ডে খোদ পুলিশে তোলপাড় শুরু হয়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার কালারপোল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি করেন সাজ্জাদ। ওই ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। সর্বশেষ গত ২৭ জানুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় তার ছয় সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৮ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকি দিয়ে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে ন্যাংটা করে পেটাব। ওসি আরিফ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আমার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সে আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীকে আটক করে জেলে নিয়ে গেছে। তাকে আমি ছাড়ব না। পুলিশ না হলে তাকে আমি অনেক আগেই মারধর করতাম। পুলিশের প্রতি শ্রদ্ধা করি বলেই চুপ করে আছি।’

বিজ্ঞাপন

এ ঘটনায় ওসি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ছয় মাসেরও বেশি সময় ধরে সাজ্জাদকে গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে নগর পুলিশ। সবশেষ আজ তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হলো।

সারাবাংলা/আরডি/পিটিএম

গ্রেফতার ছোট সাজ্জাদ টপ নিউজ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর