Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৪

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জসিম একই এলাকার সারা উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ির পাশের বাগানে খেলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার জসিম নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী তামাকখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটি চিৎকার করলে জসিম ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এইচআই