Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বকাপের হুজুগে’ আর্জেন্টিনায় কোকেন ভরা ট্রফি


২৩ জুন ২০১৮ ১৭:০৫ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।আন্তর্জাতিক ডেস্ক।

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় বিশ্বকাপের আনন্দের মাঝে কোকেন ভরা একটি বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা জব্দ করেছে পুলিশ। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সের লা মাতানজা এলাকার একটি পার্টি সেন্টার থেকে এই নকল ট্রফিটি জব্দ করে। এটি পাচারের জন্য অন্য আরো কয়েকটি নকল ট্রফির সঙ্গে মিশিয়ে ওই পার্টি সেন্টারে রাখা হয়েছিল বলে জানিয়েছে নগর পুলিশ।

বুয়েনস আয়ারসের পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই পার্টি সেন্টারে অভিযান চালায় পুলিশ। নকল বিশ্বকাপ ট্রফিটির ভেতরে দেড় কেজি পরিমাণ কোকেন এবং গাঁজা লুকানো ছিল। বিপুল এই মাদক আবিস্কারের সঙ্গে ওই পার্টি সেন্টার থেকে দুইটি গাড়ি, দুইটি বন্দুক ও ৬ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।

বিজ্ঞাপন

অভিযানের পর শুক্রবার সকালে বুয়েন্স আয়ার্সের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিশ্চিয়ান রিতোন্দো বলেন, ‘এটা আমরা কল্পনাও করতে পারিনি যে বিশ্বকাপ ট্রফির ভেতরে ঘৃণিত মাদক লুকানো থাকবে। এটা প্রমাণ করে ওরা (মাদক ব্যবসায়ীরা) এখন কেমন বেপরোয়া। এই মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথোপযুক্ত সাজা হবে বলেও জানান ক্রিশ্চিয়ান রিতোন্দো।

বুয়েনস আয়ার্সের মেয়র মাউরিসিও ম্যাক্রি দ্য ইনডিপেনডেন্টকে বলেন, ‘বিশ্বকাপের আনন্দকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ কোকেন পাচার করতে চেয়েছিল দুস্কৃতিকারীরা। কিন্তু পুলিশ তাদের ধরে ফেলেছে।

এর আগে ২০১০ সালেও কলাম্বিয়াতে নকল বিশ্বকাপ ট্রফির ভেতরে করে কোকেন পাচারের ঘটনা ঘটেছিল। যা ওইসময়ে ধরা পড়ার পর বিশ্বব্যপী ব্যপক আলোচিত হয়।

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর