Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার ফাহাদের রায়ে আদালতের প্রতি আস্থা ফিরেছে: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:৫০

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রায় ঘোষণার পর সাংবাদিকের সঙ্গে কথা বলেন।

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে আদালতের প্রতি মানুষের আস্থা ফিরেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ মার্চ) দুপুরে রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

আবরার ফাহাদের রায়ের মধ্য দিয়ে সমাজে কি বার্তা পৌঁছাল—প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নিম্ন আদালতের রায় হাইকোর্ট বহাল রেখেছে। অপরাধী যত বড় শক্তিশালী ও ক্ষমতাবান হোক না কেন তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই রায়ের মাধ্যমে অপরাধীদের টনক নড়বে আশা করি।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আবরার ফাহাদ তার জীবন দিয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন রক্ষা করে গেছে। আশাকরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নিশৃংস হত্যাকাণ্ড আর হবে না। অপরাধীরা অপরাধ করার আগে অন্তত এই রায় দেখে চিন্তা করবে।’

এর আগের, আজ দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া, ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালত আবরার ফাহাদ হত্যা মামলা বিচার রায়

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর