Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা প্রহরায় বাসায় ফিরলেন ডা. প্রাণ গোপালের মেয়ে অনিন্দিতা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ২০:১৯

ডা. প্রাণ গোপালের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী। ছবি: সংগৃীত

ঢাকা: ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে সেনা প্রহরায় বাসায় ফিরেছেন।

রোববার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) উপাচার্যের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাণ গোপাল দত্তের মেয়ে চিকিৎসক অনিন্দিতা দত্তকে উদ্ধার করে সেনাবাহিনী। তাকে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে।’

বিজ্ঞাপন

ডা. বিপ্লব বলেন, ‘অনিন্দিতা দত্ত চিকিৎসা নিতে এসেছেন- এমন তথ্য সঠিক নয়। তিনি এখানকার রেডিওলোজি বিভাগের একজন শিক্ষক। তিনি তার কর্মস্থল হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনে এসেছিলেন।’

এর আগে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, ‘আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে অবরুদ্ধ করেছি। আমরা তাকে অবরুদ্ধ করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহিনুর আলম বলেন, ‘শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর একটি টিমও এসেছে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম

টপ নিউজ ডা. অনিন্দিতা দত্ত প্রাণ গোপাল দত্ত সেনা প্রহরা