Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপের মাঠ কাঁপানো হামজা আসছেন বাবার বাড়ি

জুলফিকার তাজুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ০০:২৫

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেট: বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী অবশেষে সিলেটে আসছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১৭ মার্চ) দুপুরে ম্যানচেস্টার থেকে সিলেটে পৌঁছবেন ২৭ বছর বয়সী ইউরোপের মাঠ কাঁপানো এই ফুটবলার। সেখান থেকে যাবেন বাবার বাড়ি হবিগঞ্জের বাহুবলী গ্রামে। ২৪ ঘণ্টার বেশি সময় নিজ গ্রামের সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আগে থেকে বাফুফে হামজার নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আসছে। সেজন্য বাফুফের চার সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন রোববার (১৬ মার্চ) সিলেট ও হবিগঞ্জ পরির্দশন করে এসেছেন।

বিজ্ঞাপন

সিলেট বিমানবন্দর ছাড়া দুই জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলার বাহিনীর সঙ্গে বাফুফে কর্তারা সাক্ষাত করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকালে সিলেট পৌঁছে বিকেলে হবিগঞ্জ ঘুরে রাতে সিলেটে ফিরেছে বাফুফের প্রতিনিধি দল।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন, ‘সিলেট বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তাকে ফুল দিয়ে রিসিভ করতে পারব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে হবিগঞ্জের উদ্দেশে রওনার জন্য গাড়ি থাকবে। সিলেটের ডিআইজি হবিগঞ্জ পর্যন্ত পুলিশি সহায়তা প্রদান করবেন।’

হামজার জন্য ছাদখোলা গাড়িসহ অন্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ফেডারেশনের আরেক সদস্য সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য গোলাম গাউস বলেছেন, ‘হামজার জন্য সমর্থকরা মুখিয়ে আছে। তারা নিশ্চয়ই একপলক তাকে দেখতে চাইবে। এ জন্য আমরা ছাদখোলা গাড়ির ব্যবস্থা করেছি। যাতে সমর্থকরা হামজাকে সরাসরি দেখার সুযোগ পায়। ও যেন দাঁড়িয়ে সবাইকে অভিবাদনের জবাব দিতে পারে। এই গাড়িতে করে হামজা হবিগঞ্জে আসবে।’

বিজ্ঞাপন

হামজা আগামীকাল সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। পরের দিন রাতে ঢাকায় টিম হোটেলে যোগদানের কথা রয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা সিলেট থেকে হবিগঞ্জে অবস্থান করায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক সবাই।

গোলাম গাউস বলেছেন, ‘হবিগঞ্জের এসপি (পুলিশ সুপার) আমাদের নিশ্চিত করেছেন, ছয় জন পুলিশ সদস্য হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবেন। এর সঙ্গে আমাদের বাফুফে থেকে তিনজন থাকবে। আমরা হামজার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সামগ্রিক বিষয় অবহিত করেছি। সেখানকার সবকিছু দেখেছি। তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।’

হামজার সঙ্গে তার স্ত্রী, মা, তিন সন্তানও আসছেন। হামজা এর আগে কয়েকবার বাংলাদেশে এলেও এবারই প্রথম লাল সবুজ দলের হয়ে খেলতে যাচ্ছেন। তিনি ৩৬ ঘণ্টার সফরে নিজ গ্রামে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেবেন বলে জানা গেছে।

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এর পরই সংবাদ সম্মেলন। বুধবার দলীয় অনুশীলন হবে নাকি জিম এটি কোচ হাভিয়ের কাবরেরা এসে সিদ্ধান্ত নেবেন।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘অনুশীলন সেশনের বিষয়টি নির্ভর করছে কোচের ওপর। সে কীভাবে পরিকল্পনা করছে। আমরা কোচের মতামতের পর বিষয়টি চূড়ান্ত করতে পারব।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ সিলেট হামজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর